টিউবওয়েলের মধ্যে চেতনানাশক মিশিয়ে খাইয়ে লাখ টাকা চুরি

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ০৯:২৭ এএম

টিউবওয়েলের মধ্যে চেতনানাশক মিশিয়ে খাইয়ে লাখ টাকা চুরি

ছবি: সংগৃহীত

টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চুরির শিকার পরিবারের চার সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের দাড়িয়াগছ গ্রামে ইজিবাইক চালক আব্দুল হামিদের বাড়িতে ঘটনাটি ঘটে।

জানা যায়, আব্দুল হামিদসহ পরিবারের সদস্যরা ইফতারে নিজের টিউবওয়েলের পানি পান করেছিলেন। পরে তারা পাশের হাটে গিয়ে অসুস্থ্য বোধ করেন। স্থানীয়দের সহায়তায় কিছুক্ষণ পর বাড়ি ফিরে দেখেন হামিদের স্ত্রী ও মেয়ে ঘুমিয়ে পড়েছেন। তারা পরে চুরির বিষয়টি বুঝতে পারেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ইজিবাইক চালক আব্দুল হামিদ, তার স্ত্রী মালেকা বানু, ছেলে মেহেদী হাসান (২০) ও মেয়ে হিমা আক্তার হাবিবা (১৫) সুস্থ্য রয়েছেন।

আব্দুল হামিদের ছেলে মেহেদী হাসান বলেন, বাড়ি ফিরে দেখি ঘরে বক্স খাটের ছোট টুল বক্সের তালা ভাঙা। সেখান থেকে নগদ এক লাখ টাকা নিয়ে গেছে। বাদামের বীজ কেনাবেচা করে টাকাগুলো রেখেছিলাম।

তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ওসি এনায়েত কবির বলেন, কিছুক্ষণ আগে ঘটনা সম্পর্কে অবগত হলাম। আমরা বিষটি খতিয়ে দেখছি। পরিবারটি অভিযোগ করলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরবি/জেডআর

Link copied!