১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ০৯:৪৪ এএম

১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ছবি: রূপালী বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফ টেকনাফ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তার ব‍্যক্তি হলেন-টেকনাফ টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়া এলাকার জাফর হোসাইনের পুত্র নুর মোহাম্মদ। শনিবার ৮ মার্চ রাত ১টার দিকে এ তথ‍্য নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ওসি মো. গিয়াস উদ্দিন।

তিনি জানান, টেকনাফ থানার এসআই নিঃ মাসুম ফরহাদ সঙ্গীয় এএসআই মানষ বড়ুয়া ও ফোর্সের সহযোগিতায় টেকনাফ থানাধীন পৌরসভাস্থ পুরাতন পল্লানপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে  জিআর ৮০৬/১৮ এর ১৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১৫০০০ টাকার অর্থদন্ড এবং অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামী নুর মোহাম্মদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।  

ধৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

 

আরবি/জেডআর

Link copied!