ভোলায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করার ৩ দিন পর অবশেষে ৩ আসামিকে আটক করেছে র্যাব। শুক্রবার (৮ মার্চ) রাতে ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. কালিমুল্লাহ, মো. হাবিবউল্লাহ খোকন, মো. শাকিল। তারা তিনজনই মামলার আসামি।
উল্লেখ্য, পারিবারিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের অভিযোগে ঘটনাস্থলে গিয়ে সংবাদ সংগ্রহকালে বেশ কয়েকজন সাংবাদিকদের ওপর অতর্কিতভাবে সন্ত্রাসী হামলা চালায় মো. কালিমুল্লাহ, মো. হাবিবউল্লাহ খোকন, মো. শাকিল ও কামাল হোসেনসহ সন্ত্রাসীরা। হামলায় দৈনিক ভোলা টাইমস পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব ও অনলাইন নিউজ পোর্টাল ভোলা প্রকাশের সম্পাদক বিজয় বাইন গুরুতর আহত হন। স্থানীয়রা আহত দুই সাংবাদিককে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় চারজনের নাম উল্লেখসহ ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন আহত সাংবাদিক বিজয় বাইন। মামলা দায়েরের ৩ দিন অতিবাহিত হলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ।
এদিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করার পরেও আসামিদের গ্রেপ্তার না করায় গত ৬ মার্চ ভোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকেরা। তারা আসামিদের গ্রেপ্তার দাবি করে প্রশাসনকে আল্টিমেটাম দেন।
এর একদিন পর র্যাব-৮ এর ভোলা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভির নেতৃত্বে র্যাবের একটি দল আসামিদের অবস্থান শনাক্ত করে ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ পৃথক দুটি এলাকায় অভিযান পরিচালনা করে ১নং আসামি মো. কালিমুল্লাহ, ২নং আসামি মো. হাবিবউল্লাহ খোকন ৪নং আসামি মো. শাকিলকে আটক করে।
আটকের পর আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ভোলা সদর মডেল থানার ওসি হাচনাইন পারভেজ শনিবার সকাল সাড়ে ১০টায় রূপালী বাংলাদেশকে বলেন, আটককৃতদের এখনো থানায় হস্তান্তর করা হয়নি।
তবে, র্যাব-৮ এর ভোলা ক্যাম্পের ডিআইডি সাইফুল ইসলাম বলেন, আটককৃতদের ভোরেই ভোলা সদর মডেল থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।