সেহরি খাওয়ার সময় বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে

চৌগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ১১:৩৪ এএম

সেহরি খাওয়ার সময় বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে

ছবি: সংগৃহীত

যশোরের চৌগাছায় পারিবারিক কলহের জেরে বাবা শরিফুল ইসলামকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে ছেলে মোহাম্মদ রবিন (২২)।  শনিবার (৮ মার্চ) ভোরে সেহরির সময় উপজেলার পাতিবিলা গ্রামে উত্তরপাড়া নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।  ঘাতক ছেলে পলাতক।

নিহতের প্রতিবেশীরা জানান, শরিফুল ইসলাম চাষাবাদের কাজ করতেন।  বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে ছেলে রবিনের সঙ্গে গোলোযোগ চলছিল তার।  শনিবার ভোরে শরিফুল সেহরি খাওয়ার সময় তার বাবার ঘরে ঢুকে রবিন সুযোগ বুঝে ‘গাছি-দা’ দিয়ে তার বাবা শরিফুলের মাথা ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়।

এদিকে শরিফুলকে জখম করার সময় রবিনের সৎ মা অর্থাৎ শরিফুলের অপর স্ত্রী বাধা দেওয়ার চেষ্টা করে।  চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে গুরুতর জখম অবস্থায় শরিফুলকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  প্রতিবেশীরা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

তবে একাধিক প্রতিবেশীরা জানিয়েছেন, ঘাতক ছেলে রবিন নেশাগ্রস্ত ছিল।  নারীঘটিত কেলেঙ্কারির ক্ষোভে তার বাবা শরিফুলকে হত্যা করেছে। তবে এ বিষয়টি স্পষ্ট করে কেউই বলতে পারছেন না।

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন জানান, নিহতের মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।  ঘাতক ছেলে পলাতক।  তাকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।  পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আরবি/জেডআর

Link copied!