ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

টিসিবির কার্ড নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ০১:০৬ পিএম
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় টিসিবির কার্ড নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় মো. রফিক (৫০) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১২ জন।

 শনিবার (৮ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।

নিহত মো. রফিক চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক ছিলেন।  

দর্শনা থানার উপ-পরিদর্শ (এসআই) অনুজ কুমার সরকার বলেন,  ভিজিএফের কার্ড বিতরণকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে তিতুদহ গ্রামের বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। আজ শনিবার সকালে তিতুদহ বাজারে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে রফিকুল ইসলাম নিহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে।