সাতক্ষীরায় একটি মৎস্যঘেরের ধানখেত থেকে আব্দুর রহমান (৪৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার গোপীনাথপুরের ‘আয়ুব আলীর’ মৎস্যঘেরের ধানখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুর রহমান গাজী তালতলা গ্রামের মৃত. বাবর আলী গাজীর পুত্র। তিনি পাশবর্তী অহিদের মৎস্যঘেরের পাহারাদারের কাজ করতেন।
পরিবার ও স্থানীয়রা জানান, গতকাল রাতে ওই ঘেরের পাহারা দিতে গিয়েছিলো। সকালে তার লাশ ধানখেতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় হয়। পরে পুলিশ ঘটনাস্থল এসে তার লাশ উদ্ধার করে।
সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, নিহত আব্দুর রহমানের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎ স্পর্শে তার মৃত্যু হতে পারে। লাশ ময়দাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :