সিলেটে বিদেশীমদসহ ২ জন আটক

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ০৩:৪৯ পিএম

সিলেটে বিদেশীমদসহ ২ জন আটক

ছবি: রূপালী বাংলাদেশ

সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের পৃথক অভিযানে ৫০ বোতল ফেনসিডিল ও ৯ বোতল বিদেশীমদসহ ২ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (৭ মার্চ) রাত ৩টার দিকে এয়ারপোর্ট থানার বড়শালা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিতিত্তে এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে আটককৃতদের কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল, ৯ বোতল বিদেশীমদ ও সিএনজিসহ ২ জনকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানা পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলো সিলেটের এয়ারপোর্ট থানার মংলিরপাড় গ্রামের খুরশেদ আলমের ছেলে রুহুল আমিন সাদিক (২১) ও সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার বাবনগাঁও গ্রামের মৃত রমাকান্ত বসনবের ছেলে রঞ্জিত বসনব (৪৫)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আসামীর বিরুদ্ধে এয়ারপোর্ট থানার মামলা দায়ের করা হয়। পরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরবি/এস

Link copied!