চৌগাছায় ৩ বছরের শিশুকে পাশে রেখে মায়ের আত্মহত্যা

চৌগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ০৩:৫৪ পিএম

চৌগাছায় ৩ বছরের শিশুকে পাশে রেখে মায়ের আত্মহত্যা

ছবি: সংগৃহীত

যশোরের চৌগাছায় রত্না বেগম (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে পরিবারের সদস্যরা।

শনিবার (৮মার্চ) সকাল ছয়টার পর কোন এক সময় নিজের শোবার ঘরের বাঁশের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। তবে বেলা ১০টার সময় ঘরের মধ্যে নিহতের ৩বছরের শিশু সন্তানের কান্নাকাটি শুনে নিহতের খালা শ্বাশুড়ি সালেহা বেগম ঘরের মধ্যে প্রবেশ করলে ঘরের আড়ার সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করেন।

স্থানীয় ইউপি সদস্য আবু সালাম জানান, নিহত রত্না বেগমের স্বামী ও শ্বাশুড়ি গ্রামের পাশ্ববর্তী কাজী ফার্ম নামক একটি প্রতিষ্ঠানে চাকুরি করেন। তারা প্রতিদিনের মতো সেহরী খেয়ে ফার্মে কাজে চলে যান। এরই মধ্যে সকাল ৬টা থেকে ১০টার মধ্যে কোন একসময়ে তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। 


চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরে বলা যাবে ঠিক কি কারনে তার মৃত্যু হয়েছে।
 

আরবি/এস

Link copied!