খাগড়াছড়ির দীঘিনালায় লারমা স্কয়ারে আগুনে পুড়েছে অন্তত ১২টি দোকান। শুক্রবার দিবাগত সাড়ে ২ টার দিকে লারমার স্কয়ারের একটি দোকানের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। প্রায় ১ ঘণ্টার বেশি সময় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ২ টার দিকে লারমা স্কয়ারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। স্থানীয়দের সহযোগিতায় এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। পুড়ে যাওয়া দোকানগুলো বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী ছিল।
বিষয়টি নিশ্চিত করে দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া বলেন, ‘ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সর্ট সার্কিট থেকে আগুন সূত্রপাত। আগুনে ক্ষয়ক্ষতি প্রায় ১০ লক্ষ টাকা।
আপনার মতামত লিখুন :