দুর্ঘটনায় লক্ষ্মীপুরে জামায়াত আমীরসহ আহত ৩

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ০৪:৩৫ পিএম

দুর্ঘটনায় লক্ষ্মীপুরে জামায়াত আমীরসহ আহত ৩

ছবি: রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরের কমলনগরে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে জেলা জামায়াতের আমীরসহ ৩ জন আহত হয়েছেন। শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার করইতলা বাজার এলাকায় লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, পৌর জামায়াতের নায়েবে আমির জহিরুল ইসলাম ও গাড়িচালক জাকির হোসেন। এরমধ্যে রুহুল আমিনের বাম হাত ও ডান পা ভেঙে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জামায়াতের আমিরসহ আহতরা প্রাইভেটকারযোগে লক্ষ্মীপুর থেকে রামগতি যাওয়ার পথে ঘটনাস্তল পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে গাড়িতে থাক ৩ জন আহত হন। প্রথমে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে লক্ষ্মীপুরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। পরে আহত রুহুল আমিন ভূঁইয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মহসিন কবির মুরাদ বলেন, জেলা আমীরসহ আহতরা রামগতি উপজেলা সাংগঠনিক একটি প্রোগ্রামে যোগ দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে তারা দুর্ঘটনার শিকার হন। অল্পের জন্য জেলা আমীর রুহুল আমিন ভূঁইয়া রক্ষা পেয়েছেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ট্রাকসহ চালককে আটকে চেষ্টা চলছে। 

আরবি/এস

Link copied!