ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫

ভাবিকে মারধর করে ঘরে তালা দিলেন দেবর

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ০৪:৫২ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

জমি নিয়ে বিরোধের জের ধরে গোপালগঞ্জের কাশিয়ানীতে হাসি বেগম (৬৮) নামে এক বৃদ্ধা নারীকে মারধর করে বের করে বসতঘরে (বিল্ডিং) তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আপন দেবরের বিরুদ্ধে।

শনিবার (৮ মার্চ) সকালে উপজেলার ফুকরা ইউনিয়নের উত্তর ফুকরা গ্রামে এ ঘটনা ঘটেছে।হাসি বেগম ওই গ্রামের শেখ আবু সাইদের স্ত্রী।

এ ঘটনায় ভূক্তভোগী ওই নারীর স্বামী বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

ভূক্তভোগী হাসি বেগম জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে তার আপন দেবর শেখ আবু জাফরের সঙ্গে বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার সকালে আবু জাফর ও তার স্ত্রী খুরশিদা হাসি বেগমের বসতবাড়িতে এসে অকথ্য ভাষায় গালাগাল করে। এক পর্যায় হাসি বেগমের চুল ধরে টানা-হেঁচড়া করে। পরে হাসি বেগমকে মারধর করে তাড়িয়ে দিয়ে বসতঘরে (বিল্ডিং) তালা ঝুঁলিয়ে দিয়ে চলে যান তারা। এ সময় হাসি বেগম বাড়িতে একা ছিলেন। পরে তার স্বামী বাড়িতে আসলে ঘটনা জানালে তিনি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত দেবর আবু জাফরের সাথে মুঠোফোনে কথা হলে তিনি ভবনের মালিকানা দাবি করে বলেন, ‘আমার ঘরে আমি তালা দিয়েছি। আমি তাদের থাকতে দিয়েছিলাম। ঘটনার পর যেহেতু পুলিশ এসেছিল। থানায় বসেই সমাধান হবে। এর বেশি কিছু বলতে চাই না।’

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান বলেন, ‘ভূক্তভোগীর স্বামীর অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।