ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫

ভারত সীমান্তে মিলল হাসিনার দ্বিখণ্ডিত মস্তক

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ০৫:৩৯ পিএম
ফাইল ছবি

লালমনিরহাটে ভুট্টাখেতে গৃহবধূর মাথাবিহীন মরদেহ উদ্ধারের তিন দিন পর সেই  দ্বিখণ্ডিত মাথা উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) দুপুরে জেলার আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের নামাটারী কুটিবাড়ী এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তের নো ম্যান্স ল্যান্ড থেকে গৃহবধূর দ্বিখণ্ডিত মাথাটি উদ্ধার করা হয়।  

নিহত ওই গৃহবধূর নাম হাসিনা বেগম (৩৮)। তিনি লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দীঘলটারী গ্রামের ভ্যানচালক আশরাফুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। সে ভারতের কোচবিহার জেলার দিনহাটা মহকুমার দড়িবস গ্রামের মৃত কাশেম আলীর মেয়ে। ঘটনার পর থেকেই তার স্বামী আশরাফুল ইসলাম নিখোঁজ রয়েছে। 

পুলিশ সুত্রে জানা গেছে, গত বুধবার (৫ই মার্চ) দুপুরে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ এলাকার একটি ভুট্টাখেতে অজ্ঞাত এক নারীর মাথাবিহীন মরদেহ উদ্ধারের এক দিন পরই তার পরিচয় শনাক্ত করে পুলিশ। পরে তার স্বামীর বাড়িতে অভিযান চালিয়ে রক্তমাখা পোশাক ও ব্যাটারিচালিত একটি ভ্যান উদ্ধার করা হয় । এরপর পুলিশ নিহত হাসিনার স্বামী আশরাফুলের প্রথম স্ত্রী মেহেরুন নেছাকে (৪৮) জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে।  পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আজ সকালে আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের নামাটারী কুটিবাড়ীর সীমান্তে অভিযান চালিয়ে বাংলাদেশ-ভারত “নো ম্যান্স ল্যান্ডে” মাটির নিচে পুঁতে রাখা হাসিনার দ্বিখণ্ডিত মাথাটি উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী বলেন, নিহত হাসিনার দ্বিখণ্ডিত মাথাটি আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের নামাটারী কুটিবাড়ী বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তার স্বামী আশরাফুল ইসলাম পলাতক রয়েছে। পুলিশ দ্রুত তাকে গ্রেপ্তারের প্রক্রিয়া চালাচ্ছে।