টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ আটক ৬

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ০৬:৪৫ পিএম

টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ আটক ৬

কক্সবাজারে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ছয়জনকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার (৭ মার্চ) রাতে টেকনাফ ও হাতিয়া উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে নৌবাহিনী।

শুক্রবার রাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের বালুখালী এলাকা থেকে দুই সহযোগীসহ অপহরণ চক্রের মূলহোতা ও অস্ত্র কারবারি হেলাল উদ্দিনকে আটক করা হয়। এ সময় তার বাসা থেকে অপহরণের শিকার আরেফুল ইসলাম শুভ নামে এক ব্যক্তিকে উদ্ধার করে যৌথ বাহিনী। তিনি নরসিংদীর মনোহরদি উপজেলার বাসিন্দা। গত ৩ মার্চ কাজের সন্ধানে টেকনাফে আসেন তিনি।

আটক হেলালের বাড়ি ও আশপাশে এলাকায় তল্লাশি করে পুঁতে রাখা চারটি আগ্নেয়াস্ত্র ও ৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, মাদক, চোরাচালানসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

এছাড়াও এদিন সন্ধ্যায় পৃথক অভিযানে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শ্যামলাপুর বাজার হতে ইজি বাইক ও টমটম হতে চাঁদা তোলার সময় হাতেনাতে তিনজনকে আটক করা হয়।

এদিকে নোয়াখালীর হাতিয়া উপজেলার ব্রিকফিল্ড এলাকা হতে মো. আফসার উদ্দিন জিয়া নামে একজনকে আটক করা হয়। তার বিরুদ্ধে হাতিয়া থানায় তমরদ্দি ঘাটের সহিংস হামলাসহ চাঁদাবাজি ও টেন্ডার বাজির অভিযোগে মামলা রয়েছে।

আরবি/এসএমএ

Link copied!