ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫

ফরিদপুরে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১৩ বছরের কিশোর

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ০৬:৫৭ পিএম
ছবিঃ সংগৃহিত

ফরিদপুরে চার বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে ১৩ বছর বয়সী এক কিশোরকে আটক করে পুলিশে। ওই কিশোর শিশুটিকে বাইসাইকেলে ঘোরানোর কথা বলে ধর্ষণ করেছে বলে অভিযোগ পরিবারের। শুক্রবার ( ৭ মার্চ)  রাত ৮টায় ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটেছে।

শনিবার (৮ মার্চ) বিকেল তিনটার দিকে নির্যাতিত শিশুটির বাবা বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।

জানা যায়, শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এবং ওই কিশোরকে শিশু আদালতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, অভিযুক্ত কিশোর শিশুটির চাচার হোটেলের কর্মচারী। গতকাল রাত আটটার দিকে ওই কিশোরকে হোটেল থেকে বাড়িতে পাঠানো হয় মশার কয়েল দিয়ে। এ সময় কিশোরটি ওই শিশুকে বাইসাইকেলে ঘোরানোর কথা বলে তাকে নিয়ে বের হয়। পরে বাড়ির অদূরে একটি মেহগনি বাগানে নিয়ে ধর্ষণ করে সে। এ সময় শিশুটি চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ওই কিশোর শিশুটিকে ফেলেই পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় এলাকাবাসী তাকে ধরে পিটুনি দিয়ে কোতোয়ালি থানা-পুলিশের কাছে সোপর্দ করে।