জগন্নাথপুরে জাতীয় পার্টি নেতা আরব উল্লাহ আর নেই : জাপার শোক

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ০৭:৩২ পিএম

জগন্নাথপুরে জাতীয় পার্টি নেতা আরব উল্লাহ আর নেই : জাপার শোক

নিহত জাতীয় পার্টির নেতা মো. আরব উল্লাহ। ছবি: রূপালী বাংলাদেশ

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের বাড়ী জগন্নাথপুর গ্রাম নিবাসী উপজেলা জাতীয় পার্টি নেতা ও পৌরসভার ৫ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আরব উল্লাহ (৭০) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি--রাজিউন।


শনিবার ভোরে তিনি সিলেটের  একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৪ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাজা আজ গতকাল শনিবার দুপুর ২ ঘটিকার সময় জগন্নাথপুর তিলোনার মাঠে অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,  ব্যবসায়ী, সাংবাদিক সহ নানা শেণী-পেশার জনসাধারণ উপস্থিত ছিলেন।
পরে জগন্নাথপুর তিলোনা মাঠ সংলগ্ন গ্রামের পঞ্চায়েতি কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।


এদিকে  জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টি নেতা মো. আরব উল্লাহ‍‍`র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মনির উদ্দিন মনির, সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী খুশনূর, সদস্য সচিব এডভোকেট নাজমুল হুদা হিমেল, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক কাউন্সিলর খলিলুর রহমান, সহ-সভাপতি মো. দিলু মিয়া, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি সাবেক পৌর কমিশনার আবু সুফিয়ান মো. ঝুনু, সাবেক সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া তালুকদার, উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক মো. এরশাদ মিয়া, দপ্তর সম্পাদক মো. আবদাল মিয়া, পৌরসভার ৫ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মো. আব্দুস শহীদ, ৬নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি  মো. ছোরাব উল্লা, সাধারণ সম্পাদক মো. আকলিছ আলী, উপজেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব রফিক উদ্দিন, যুব সংহতি নেতা মো. আমীর আলীসহ নেতৃবৃন্দ এক শোক বার্তায় বলেন, মরহুম আরব উল্লাহ সাহেব ছিলেন জাতীয় পার্টির একজন নিবেদিত প্রাণ।

সাদামনের মানুষ হিসাবে তিনি সর্বমহলে পরিচিত ছিলেন। তিনি জাতীয় পার্টির জন্মলগ্ন থেকে পল্লীবন্ধু এরশাদের আদর্শকে বুকে ধারণ করে মৃত্যুর আগ পর্যন্ত জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয় ছিলেন।

তার অবদান জাতীয় পার্টি কৃতজ্ঞতার সহিত স্বীকার করছে। তার মৃত্যুতে জাতীয় পার্টির অপূরনীয় ক্ষতি হয়েছে যা সহজে পূরণ হওয়ার নয়।

আরবি/জেডআর

Link copied!