নারায়ণগঞ্জ রূপগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র বেচা-কেনার সময় অভিযান চালিয়ে আমির হামজা ও হামিম নামে ২ সন্ত্রাসীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শনিবার বিকেলে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাহমুদাবাদ স্কুল এর সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃত আমির হামজা উপজেলার ব্রাহ্মণ্যগাও এলাকার আনোয়ার হোসেনের ছেলে এবং হামিম একই এলাকার মৃত. হযরত আলীর ছেলে।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, মাহমুদাবাদ এলাকায় অস্ত্র কেনা-বেচার খবর পেয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে আমির হামজা ও হামিম নামে ২ সন্ত্রাসীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।