বগুড়া জেলা বিএনপি`র সহ- সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম বলেছেন, নোবেল শান্তি পুরস্কারের আশায় স্বৈরাচার হাসিনা ১৪ লক্ষ রোহিঙ্গা পুনর্বাসন করেছিল। কিন্তু সে আশা তার আর পূরণ হয়নি। এখন হাসিনা নিজেই ভারতে রোহিঙ্গা হিসাবে আশ্রিত আছে। আজ যে সংস্কারের কথা বলা হচ্ছে, ২০২২ সালে ৩১ দফা সংস্কারের প্রস্তাব জনাব তারেক রহমান করেছিলেন।
প্রকৃত সংস্কার কিভাবে করতে হয়, সেটা বিএনপি জানে। তাই সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার তালবাহনা জনগণ মেনে নিবে না। রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে কিংস পার্টি গঠনের ষড়যন্ত্র জনগণ কখনই মানেনি, মানবেও না। ড. ইউনুস অনেক সম্মানি মানুষ, ক্ষমতার মোহ না করে দ্রুত নির্বাচনের ব্যবস্হা করুন। দীর্ঘ ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। ভোটের অধিকারের জন্য বিএনপিসহ জনগণ ১৭ বছর আন্দোলন সংগ্রাম করে আসছে।
বিএনপি অবাধ ও সুষ্ঠ নির্বাচন চায়। নির্বাচনের মাধ্যমেই বিএনপি সরকার গঠন করবে এবং ইনশাআল্লাহ তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী। এটাই ভারতসহ বর্তমান অন্তবর্তী সরকারের ভয়। নয়ছয় না করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষনা করুন৷ না করলে জনগন কে সাথে নিয়ে ঈদের পর রাজপথে নামতে বাধ্য হবে বিএনপি।
এসময় তিনি শিবগঞ্জের বিষয় নিয়ে আরো বলেন, ২০১৮ সালের রাতের বেলা কারচুপির ভোটের পর বিএনপি সিদ্ধান্ত নিয়েছিল কোন ধরনের ভোটে অংশ নিবে না। বিএনপির এ নির্দেশ অমান্য করে ও দেশনেত্রী খালেদা জিয়াকে জেলে রেখে যারা হাসিনার ডামি নির্বাচনে অংশ নিয়েছিল তাদের কোন ক্ষমা নেই।
তাদের সাথে নিয়ে যারা সুশৃঙ্খল বিএনপির মধ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছেন, তাদের উদ্দেশ্য কখনই ভাল হতে পারে না। এসময় প্রধান অতিথির বক্তব্যে মীর শাহে আলম, জনাব তারেক রহমানের ৩১ দফা সংস্কার প্রস্তাবনার পক্ষে জনমত গড়তে উপস্হিত জনতার সামনে সার-সংক্ষেপ তুলে ধরেন।
৮ মার্চ শনিবার বগুড়ার শিবগঞ্জ উপজলার পিরব সিহালী উচ্চ বিদ্যালয়ের মাঠে পীরব ইউনিয়ন বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে উপরোক্ত কথা গুলি বলেন তিনি। উক্ত ইফতার মাহফিলে বিএনপি নেতাকর্মীসহ কয়েক হাজার সাধারণ জনতা অংশগ্রহণ করেন। এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্হতা কামনা করে দোয়া করা হয়।
পীরব ইউনিয়নের ৯ টি ভোট কেন্দ্র কমিটির সকল সদস্যবৃন্দ, সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সন্মানে আয়োজিত ইফতার মাহফিল পীরব ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহাঙ্গীর হোসেন মিলনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক এ্যাড. আব্দুল ওহাব, সাবেক সাধারন সম্পাদক এস এম তাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, সাংগঠনিক সম্পাদক মাষ্টার হারুনুর রশিদ, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের , সাবেক সাংগঠনিক সম্পাদক প্রফেসর নজরুল ইসলাম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সাবু, সহ-সভাপতি আফছার আলী, রুহুল আমিন ফটু, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাছুম, সাধারন সম্পাদক রায়হানুল হক রনি, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান, পীরব ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আলহাজ্ব আব্দুল গোফ্ফার, সদস্য সচিব মোঃ রেজাউল, সাবেক সভাপতি জহুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মতিয়ার রহমান প্রমুখ।
আপনার মতামত লিখুন :