গাজীপুরের মহানগরের ডুয়েট গেট এলাকায় এ্যালটেক অ্যালুমিনিয়াম নামের একটি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (৮মার্চ) বিকেল ৫টা ৫০ মিনিটে লাগা আগুন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শী মো. রোকনুজ্জামান জানান, ইফতারের সময় হঠাৎ বাড়ির পাশেই এ্যালটেক অ্যালুমিনিয়াম কারখানাটির ওপর দিয়ে আগুনের ধোঁয়া দেখতে পাই। প্রথমে গাজীপুর সদর ফায়ার সার্ভিসের কর্মীদের ফোন দিলে দ্রুত ঘটনাস্থলে তিনটি ইউনিট এসে কাজ শুরু করে। স্থানীয়রা কারখানার ভেতরে প্রবেশ করলে বা আগুন নিভানোর জন্য সহযোগিতা করতে এগিয়ে আসলে কর্তৃপক্ষ বাধা দেয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, শনিবার (৮মার্চ) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে গাজীপুর মহানগরের ডুয়েট গেট এলাকার এ্যালটেক অ্যালুমিনিয়াম নামের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ও ভোগড়া মডার্ণ ফায়ার সার্ভিসের তিনটিসহ ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। অগ্নিকাণ্ডের এ ঘটনায় হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।
তিনি আরও জানান, এ্যালটেক অ্যালুমিনিয়ামে পাউডার কোটিং সেকশনে যে ওভেন আছে, সেই ওভেন থেকে একজস্ট থেকে আগুনের সূত্রপাত বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। এই একজস্টের সেখানে স্ফুলিঙ্গ ছিল। ওই স্ফুলিঙ্গ থেকে আগুনটা সিলিংয়ে ছড়িয়ে যায়। সিলিং থেকে মুহূর্তে আগুনটি পুরো সেডে আগুন ছড়িয়ে যায়। এটা বিশাল আকৃতির আগুন ছিল। আমরা ৫টা ৫০ মিনিটে ম্যাসেজ পাওয়ার সাথে সাথে রওনা দিয়ে ১০ মিনিটে এসে পৌঁছেছি। আমরা ৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছি।