ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার চরফ্যাশন হাইওয়ের বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. শাহিনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাতে তাকে আটক করে নৌবাহিনীর একটি টিম। অভিযানে পুলিশও অংশ নেয়।
এসময় তল্লাশি চালিয়ে বাস স্ট্যান্ড সংলগ্ন একটি দোকানের পিছন থেকে ৭ কেজি গাঁজা ও ২ টি বাটন মোবাইলসহ শাহিনকে আটক করা হয়।
নৌবাহিনী জানায়, চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. শাহিনের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন যাবৎ ভোলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।
জব্দকৃত মাদক ও মোবাইলসহ আটককৃত মাদক ব্যবসায়ীকে বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়।
নৌবাহিনী আরও জানায়, আইন-শৃঙ্খলা পরিপন্থি ও অপরাধমূলক কার্যক্রম পতিরোধে নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে অসছে। বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকা- দমনে নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :