৩শ‍‍‍‍` বছরের পুরোনো মসজিদে ব্যক্তির নামফলক ব্যবহার, স্থানীয়দের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ১১:২০ পিএম

৩শ‍‍‍‍` বছরের পুরোনো মসজিদে ব্যক্তির নামফলক ব্যবহার, স্থানীয়দের ক্ষোভ

ছবি: রূপালী বাংলাদেশ

চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ গ্রামে মাইজপাড়া এলাকায় প্রায় ৩শ বছর পুরোনো মাইজপাড়া জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার নামফলক পরিবর্তন নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

সম্প্রতি মসজিদ ও মাদ্রাসার নামফলক পরিবর্তন করে একটি ব্যক্তির নামফলক বসানোর চেষ্টা করছে কিছু লোক। এর প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী বর্তমানে আদালতে মামলা দায়ের করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ গ্রামে মাইজপাড়া এলাকায় প্রায় ৩০০ বছর আগে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্যোগে নির্মিত হয় মাইজপাড়া জামে মসজিদ। 

মসজিদটির জমির কাগজপত্রে এটি সরকারি খাস ভূমি হিসেবে লিপিবদ্ধ রয়েছে এবং মসজিদটি সর্বসাধারণের ব্যবহারের জন্য নির্মিত হয়েছে।

তবে সম্প্রতি, বাঁচা মিয়া নামক এক ব্যক্তি এবং তার পরিজনরা মসজিদটির নামের ফলকে তার পরিবারের সদস্যের নাম লাগিয়ে দেন। এতে এলাকাবাসী এবং মুসল্লিদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। 

স্থানীয় মুসল্লিরা অভিযোগ করছেন যে, বাঁচা মিয়ার লোকজন তাদের উপর নানা রকমের অত্যাচার চালাচ্ছে এবং মসজিদের ইমাম-মোয়াজ্জিনদের হুমকি দিয়ে জোরপূর্বক চাকরি থেকে বরখাস্ত করেছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান বলেছেন, মসজিদের নাম পরিবর্তন ও সংশ্লিষ্ট কাগজপত্র অনুযায়ী মসজিদের প্রকৃত নাম ‘মাইজপাড়া জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসা’ রাখতে স্থানীয়দের বারবার বৈঠক হলেও এই বিষয়টি মানতে চায়নি বাঁচা মিয়ার ওয়ারিশরা।

এছাড়া, বিগত ২০১১ সালে সংসদ সদস্য মহিউদ্দিন খান বাদল মসজিদের নামের জন্য একটি অনুমোদিত কমিটি গঠন করেছিলেন, কিন্তু তা অনুসৃত হয়নি।

সম্প্রতি, আদালতে মামলার কারণে উচ্চ আদালত মসজিদের নাম পরিবর্তন এবং কৌশলে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। কিন্তু সে আদেশ অমান্য করে নামফলক লাগানো হয়।

গত বছরের ২৬ নভেম্বর, এই বিষয় নিয়ে প্রতিবাদ জানাতে গিয়ে মুসল্লিদের উপর হামলা চালানো হয়, যার ফলে তিনজন গুরুতর আহত হন।

এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং বর্তমানে মামলা বিচারাধীন।

আরবি/জেডআর

Link copied!