খাগড়াছড়িতে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ১২:২৩ এএম

খাগড়াছড়িতে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি জেলা শহরের একটি বাসা থেকে থৈঅং প্রু মারমা নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৮ মার্চ) সন্ধ্যার পর খাগড়াছড়ি জেলা শহরের অপর্ণা চৌধুরী পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা।

নিহত শিশু থৈঅং প্রু মারমা গুইমারা উপজেলার দেওয়ানপাড়ার থঅংগ্য মারমার ছেলে। সে  অপর্ণা চৌধুরী পাড়ার বাসিন্দা মাসিনু মারমার বাড়ির গৃহকর্মী হিসেবে ছিল।

পুলিশ সুত্রে জানা যায়, বাড়ির মালিক মাসিনু মারমা বেলা সাড়ে ১১টার পর গৃহকর্মী থৈঅং প্রু মারমাকে ঘরে রেখে বাইরে যান। ঘণ্টাখানেক পরে ফিরে এসে গেইট খোলার জন্য ডাকাডাকি করেও সাড়া না পেয়ে প্রতিবেশীদের সঙ্গে নিয়ে বাড়ির গেইট খুলেন। এ সময় বাড়ির উঠানে বালুর স্তূপে পড়েছিল শিশুর নিথর দেহ। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করে।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, পুলিশ শিশুটির মৃত্যুর রহস্য উন্মোচনের চেষ্টা করছে। শিশুটির মৃত্যুর কারন সম্পর্কে কেউ কিছু জানাতে পারেনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছ।

আরবি/জেডআর

Link copied!