ঢাকা রবিবার, ০৯ মার্চ, ২০২৫

চাচার লাঠির আঘাতে প্রাণ গেল ভাতিজার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ০৯:৫২ এএম
নিহত ইউনুস আলী গাজী। ছবি: রূপালী বাংলাদেশ

যৌথ মালিকানার পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে চাচার লাঠির আঘাতে ভাতিজা ইউনুস আলী গাজীর (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বিকালে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতির পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত ইউনুস আলী গাজী ব্রাহ্মশাসন গ্রামের মোহাম্মদ আলী গাজীর ছেলে। অভিযুক্ত  চাচা রুহুল আমিন একই এলাকার বাসিন্দা। শুক্রবার বিকালে সাতক্ষীরা জেলার শ্যামনগরের ব্রাহ্মশাসন গ্রামে ঘটনাটি ঘটে।

নিহতের ভাই খোকন গাজী জানান, ব্রাহ্মশাসন গ্রামে চাচা রুহুল আমিন গাজী, আদম আলী গাজী ও তার পিতা মোহাম্মদ আলী গাজীর যৌথ মালিকানাধীন একটি পুকুর
রয়েছে। এ আগেও একই বিষয় তাদের মধ্যে ঝগড়া-বিবাদ ছিল।

শুক্রবার বিকালে তার ভাই ইউনুস আলী ওই পুকুরে মাছ ধরতে গেলে চাচা রুহুল আমিন বাঁধা দেন। এ সময় উভয়ের মধ্যে তর্কবিতর্কে জড়িয়ে পড়ে।  এক পর্যায়ে তার চাচা রুহুল আমিন আমার ভাই ইউনুসের মাথা ও ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করলে ভাই ইউনুস গাজী মাটিতে পড়ে যায়। এ সময় তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু।

শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবীর মোল্লা জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ মাঠে কাজ করছে।