ছাত্রদল নেতার হাত-পায়ের রগ কাটলেন বিএনপি নেতারা

বরিশাল ব্যুরো

প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ১০:২৯ এএম

ছাত্রদল নেতার হাত-পায়ের রগ কাটলেন বিএনপি নেতারা

ছবি: সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আসাদুল্লাহকে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষরা।

শনিবার (৮ মার্চ) রাত ১০টার দিকে নিয়ামতি বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য নিয়ে আসাদুল্লার সঙ্গে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাম মৃধা এবং যুগ্ম আহ্বায়ক শাহীন ফরাজীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে রাতে বাজারে পেয়ে তাদের নেতৃত্বে ৭ থেকে ৮ জনের একটি দল দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে অপরুদ্ধ করে রাখে আসাদুল্লাহকে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ছাত্রদল নেতাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বাকেরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, স্থানীয়ভাবে জানা গেছে উভয় গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। আসাদুল্লাহকে একা পেয়ে কুপিয়ে জখম করে। অভিযুক্তদের গ্রেপ্তারে আমরা অভিযান চালাচ্ছি।

আরবি/জেডআর

Link copied!