গাজীপুরের শ্রীপুরে মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পুলিশ এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে। শনিবার রাতে উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকা থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শিক্ষকের নাম আ. মালেক (২২)।
সে নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার শিবপুর গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে। সে শ্রীপুরস্থ মাওনা উত্তরপাড়া অবস্থিত বাগে জান্নাত নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক। ভিকটিম ওই মাদরাসার নূরানী বিভাগের ছাত্রী।
মামলা সূত্রে জানা যায়, ভিকটিম ওই মাদ্রাসায় নূরানী বিভাগের ছাত্রী। গত আট-দশ দিন যাবত ওই ছাত্রী মাদ্রাসায় যেতে চায়নি। চুপচাপ থাকে। শনিবার বিকেলে ছাত্রীর বাবা-মা মাদ্রাসায় না যাওয়ার কারণ জানতে চাপ দেয়। এক পর্যায়ে সে বাবা-মাকে জানায় ওই শিক্ষক তাকে যৌন নিপীড়ন করে। গত ২৭ ফেব্রুয়ারি দুপুর দেড়টার দিকে একা পেয়ে জোড়পূর্বক ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি জানার পর স্থানীয়রা ওই শিক্ষককে আটক করে।
রাতে পুলিশ তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে। তবে ঘটনাটি প্রাথমিক পর্যায়ে মাদ্রাসার পরিচালক মাওলানা হেদায়তুল্লাহ গোপন করার চেষ্টা করে।
এ বিষয়ে সে রূপালী বাংলাদেশকে জানায়, মাদ্রাসার দুর্নাম হবে এ জন্যে গোপন করা চেষ্টা করেছি। তবে আমি অভিযুক্তের দৃষ্টান্তমূলক আইনি শাস্তির দাবি করছি।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) শাকিল আকতার জানান, রাতেই খবর পেয়ে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। ভিকটিমের বাবা বাদী হয়ে মামলা করেছেন। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।