ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫

আদালতে তোলার সময় ‘ধর্ষক’কে গণধোলাই

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ০৪:৪৬ পিএম
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া স্কুল শিক্ষক মোজাম্মেল হক মানিককে আদালত পাড়ায় গণধোলাই দিয়েছে বিক্ষুদ্ধ জনতা। পরে অতিরিক্ত পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

রোববার (৯ মার্চ) সকালে তাকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলামের আদালতে তোলার সময় এ ঘটনা ঘটে। পরে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, এদিন আদালতে তোলার সময় অভিযুক্তকে দেখেই বিক্ষুব্ধ জনতা গণধোলাই দেয়। পরে অতিরিক্ত পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। অন্যদিকে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ছাত্র-জনতার ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় তারা ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

বিক্ষোভকারীদের জেলা প্রশাসক ইশরাত ফারজানা আশস্ত করে বলেন, কোনোভাবেই যেন অপরাধী আইনের ফাঁক দিয়ে বের না হতে পারে, তা নিশ্চিত করা হবে। প্রমাণিত হলে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হবে।

উল্লেখ্য, বিদ্যালয় বন্ধ থাকার সত্ত্বেও ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হক মানিক স্কুলের বাচ্চাদের প্রাইভেট পড়ান। প্রতিদিনের মতো শনিবার (৮ মার্চ) প্রাইভেটে যায় ভুক্তভোগী ওই শিক্ষার্থী। এ সময় সুযোগ বুঝে একটি কক্ষে নিয়ে পাশবিক নির্যাতনের পর ধর্ষণ করে পালিয়ে যান শিক্ষক। অতিরিক্ত রক্তক্ষরণে ওই শিক্ষার্থী বর্তমানে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।