বান্দরবানের ধর্ষণের দায়ে চার যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাস সশ্রম কারাদণ্ড দেন করা হয়েছে।
রোববার (৯ মার্চ) সকালে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেবুন্নাহার আয়শা এ আদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- মো. রাশেদ (২৩), মো. কায়ছার (২২), ওমর ফারুক (১৮) ও মো. হানিফ (২৪)। তারা চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জঙ্গল পদুয়া এলাকার বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, মো.রাশেদ মোবাইলে এক কিশোরীর সঙ্গে পরিচয় হয় ও প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। ২০২১ সালের ২ ফেব্রুয়ারি রাতে ফোনে বিয়ের প্রলোভনে পদুয়া এলাকায় আসতে বলে কিশোরীকে। রাশেদের কথা অনুযায়ী পরদিন কিশোরী আমিরাবাদ এলাকায় আসলে রাশেদ ফোনে দেরি হবে বলে জানায়। পরবর্তীতে কাজীর কাছে যাওয়ার কথা বলে কিশোরীকে পাহাড়ি পথে বান্দরবানের ভাগ্যকুল এলাকায় নিয়ে যায়। সেখানে দণ্ডিতরা পালাক্রমে তাকে ধর্ষণ করেন। পরে কিশোরীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ঘটনাস্থল থেকে ধর্ষক রাশেদ, কায়ছার ও ওমর ফারুককে আটক করে স্থানীয়রা। পরে কিশোরী বাদী হয়ে বান্দরবান থানায় তাদের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ ইসমাইল জানান, আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক অভিযুক্তদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে পুলিশি হেফাজতে থাকা মো. কায়ছারকে কারাগারে পাঠিয়েছেন।
আপনার মতামত লিখুন :