জামালপুরের সরিষাবাড়ী উপজেলার হাটমাগুরা এলাকায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের যোগসাজশে এই কার্যক্রম চালানো হচ্ছে, যা আশপাশের শতাধিক একর কৃষি জমি হুমকির মুখে ফেলেছে বলে অভিযোগ কৃষকদের।
রোববার (৯ মার্চ) দুপুরে এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তারা।
কৃষকদের অভিযোগ, জোড়খালী ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান ও শ্রমিক লীগ নেতা মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে তিন ফসলি জমির মাটি উত্তোলন করা হচ্ছে। এতে আশপাশের জমিগুলো ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘এভাবে মাটি উত্তোলন চলতে থাকলে কৃষিজমি পুরোপুরি বিলীন হয়ে যাবে। আমরা প্রতিবাদ করলেই আমাদের ভয়ভীতি দেখানো হয়, মামলা দেওয়ার হুমকি দেওয়া হয়, এমনকি শারীরিক নির্যাতনেরও আশঙ্কা থাকে।’

এলাকাবাসী জানান, এই অবৈধ কর্মকাণ্ডের প্রতিকার চেয়ে স্থানীয় সেনা ক্যাম্প, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে অভিযুক্ত ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এটি সম্পূর্ণ মিথ্যা। আমি বৈধভাবে জমি ক্রয় করেছি এবং মহাসড়ক নির্মাণের জন্য সেখান থেকে মাটি উত্তোলন করা হচ্ছে।’
মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে পর্যবেক্ষণ করে মাটি উত্তোলন বন্ধ করা হয়েছে। এরপরও যদি কেউ মাটি উত্তোলন চালিয়ে যায়, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী কৃষক খোরশেদ আলম, মকবুল হোসেন, জুলহাস উদ্দিন, তোজাম আকন্দ, নার্গিস আক্তার, সখীতন বেগমসহ আরও অনেকে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং অবৈধ বালু উত্তোলন সম্পূর্ণভাবে বন্ধের জোর দাবি জানান।