কুড়িগ্রামের উলিপুরর এলাকায় ট্রাক্টরচাপায় দুই বন্ধু নিহত হয়েছেন। রোববার (০৯ মার্চ) দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের নিরাশির পাতার এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- উপজেলার পান্ডুল ইউনিয়নের মিনাবাজার ঢেঁকিয়ারাম এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে সৌরভ আলী (১৯) ও বকিয়ত আলীর ছেলে প্লাবন মিয়া (১৮)।
জানা যায়- তারা দুজনেই কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
এ বিষয়ে জানা যায়, দুপুরে প্লাবন ও সৌরভ মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী চিলমারী উপজেলার থানাহাট থেকে নিজেদের এলাকায় ফিরছিলেন। পথে নিরাশির পাতার নামক স্থানে বিপরীত দিকে থেকে আসা একটি মাটিবাহী ট্রাক্টর তাদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সৌরভ মারা যান। এ সময় গুরুতর আহত অবস্থায় প্লাবন মিয়াকে উদ্ধার করে উলিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে উলিপুর থানার ওসি জিল্লুর রহমান বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :