অবশেষে টাঙ্গাইলে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের বাড়ি থেকে সরিয়ে নেয়া মানসিক ভারসাম্যহীনদের ঠিকানা হলো সরকারি আশ্রমে। রোববার (৯ মার্চ) রাত ১১টার দিকে মানসিক ভারসাম্যহীন ২ জন পুরুষকে ময়মসিংহের ধলাটে আশ্রয় কেন্দ্রে ও ১৬ জন মানসিক ভারসাম্যহীন মেয়েকে গাজিপুরের কাসিমপুর সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়।
টাঙ্গাইল সদর উপজেলার সহকারি কমিশনার ভুমি রুহুল আমিন শরীফ বলেন, মেয়ে যারা আছে মানসিক ভারসাম্যহীন তাদের গাজিপুরের কাশিমপুর সরকারি মানসিক ভারসাম্যহীন আশ্রমে পাঠানো হয়েছে।
এছাড়া পুরুষ যারা রয়েছে তাদের ময়মনসিংহ মানসিক ভারসাম্যহীন আশ্রমে পাঠানো হয়েছে সরকারি ভাবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আব্দুল মোতালেব মিয়া, প্রবেশন অফিসার জেলা সমাজসেবা মো. সৌরভ তালুকদার ও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইব্রাহিম।
উল্লেখ্য, ৮ মার্চ-২০২৫ বাড়ি দখলের খবর পেয়ে টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিমনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রুহুল আমিন শরিফের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলাবাহিনী যৌথভাবে এ অভিযান পরিচালনা করে কয়েক ঘণ্টার মধ্যে বাসাটি দখলমুক্ত করতে সক্ষম হন।
ছাত্র প্রতিনিধি ও সমন্বয়ক পরিচয়ে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের (ভিপি জোয়াহের) ৬ তলা বিশিষ্ট একটি ভবন বাসা দখল করে ১৭ মানসিক ভারসাম্যহীন রোগীকে আবাসনের চেষ্টা করায় যৌথ বাহিনি আটক করে থানায় নিয়ে যায়। পরে মুচলেকার মাধ্যমে ক্ষমা চেয়ে ছাড়া পান মারইয়াম মুকাদ্দাস মিস্টি।