ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ০৯:২৭ এএম
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ শহরে তুচ্ছ ঘটনায় অপূর্ব (২৫) নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

রোববার (৯ মার্চ) রাত ১১টার দিকে শহরের চাষাড়া বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সম্রাট (২৫) নামের একজনকে আটক করে পুলিশে দিয়েছে বিক্ষুদ্ধ জনতা।

নিহত অপূর্ব শহরের মাসদাইর এলাকার খোকনের ছেলে এবং আটক সম্রাট শহরের গলাচিপা এলাকার  হোসেনের ছেলে।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজীব বলেন, রাত সাড়ে ৯টায় ধর্ষণবিরোধী মশাল মিছিল বের করি। সে মিছিলে অপূর্ব ছিলো, সে ছাত্রদল কর্মী। মিছিল শেষে সে বালুরমাঠ এলাকায় একটি চায়ের দোকানে ঝগড়া থামাতে গেলে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উত্তেজিত জনতা একজনকে আটক করে পুলিশে দিয়েছে।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, নিহত ব্যক্তি ছাত্রদলের কেউ না। সে এক রেস্তোয়ায় কাজ করতো। মূলত তার সঙ্গে এক গার্মেন্টকর্মীর কথা কাটাকাটির এক পর্যায়ে এই ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।