ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির দায়ে পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর-তাঁতেরকাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের পদ থেকে এনায়েত হোসেন খাঁনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার (৯ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা ও সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ স্বাক্ষরিত এক চিঠিতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।
সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. রমিজ উদ্দিন হাওলাদারকে।
এর আগে একই দিন দুপুরে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাউফলের কালাইয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড শ্রমিক দলের সহ-দফতর সম্পাদক সুমন মোল্লাকে বহিষ্কার করা হয়।
আগের দিন ঢাকার বনশ্রী এলাকায় ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির ঘটনায় সুমনসহ ছয় জনকে গ্রেপ্তার করে ডিএমপির ডিবি। রোববার (৯মার্চ) সকালে এ বিষয়ে গণমাধ্যমের সংবাদের পর সমালোচনার মুখে দুপুরে কালাইয়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি স্বাক্ষরিত চিঠিতে তাকে বহিষ্কার করা হয়।
ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর তার বিরুদ্ধে বিভিন্ন স্থানে ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রচারিত হয়। পটুয়াখালী জেলা বিএনপির নির্দেশে তদন্ত করে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
চিঠির সত্যতা নিশ্চিত করে উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, এর আগেও লুটতরাজের অভিযোগে তাকে (এনায়েত) লিখিতভাবে সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি তা শুনেননি। আরও বেপরোয়া হয়ে ওঠেন তিনি ও তার দুই ছেলে।
উল্লেখ্য, সম্প্রতি চাঁদা দিতে অস্বীকার করায় নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের কৃষক মানিক ব্যাপারির ৮৬০ পিচ তরমুজ লুটপাট ও তাকে মারধরের ঘটনায় বাউফল থানায় দায়েরকৃত মামলায় এনায়েতসহ তার দুই ছেলেকে আসামি করা হয়েছে। মামলায় তার বড় ছেলে ইউনিয়ন ছাত্রদলের বহিস্কৃত সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে গ্রেপ্তারের পর লুট হওয়া তরমুজ উদ্ধার করে পুলিশ। পুলিশও বলছে, তারা বাবা ছেলেরা একাধিক লুটপাট ও চাঁদাবাজির ঘটনায় জড়িত
এদিকে, বনশ্রীর স্বর্ণ ডাকাতি মামলায় সুমনের সাথে আরো গ্রেপ্তার হয়েছেন তারই ইউনিয়নের আমিনুল ইসলাম। আমিনুল উপজেলা ছাত্রলীগের সদস্য ও স্থানীয় রাজনীতিতে সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজের আস্থাভাজন তিনি। আমিনুল পেশাদার ডাকাত। একাধিক ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক বছর কারাভোগ করে সম্প্রতি জামিনে মুক্ত হন।
আপনার মতামত লিখুন :