মধ্যরাতে শুনানি, রিমান্ডে চার আসামি

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ১১:১৪ এএম

মধ্যরাতে শুনানি, রিমান্ডে চার আসামি

ছবি: সংগৃহীত

নিরাপত্তা নিয়ে শঙ্কা ও পরিস্থিতি বিবেচনায় গভীর রাতে মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৪  আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৯ মার্চ) গভীর রাতে রিমান্ড শুনানি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মতিনের আদালত তাঁদের রিমান্ড মঞ্জুর করেন।

শিশু ধর্ষণের ঘটনায় প্রধান আসামি ভুক্তভোগী শিশুর বোনের শ্বশুর হিটু শেখের ৭ দিন এবং স্বামী, শাশুড়ি ও ভাসুরের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী শুনানিতে অংশ নেননি। আদালতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলে নিজেদের নির্দোষ দাবি করেন আসামিরা। রিমান্ড না দেওয়ারও দাবি করেন তারা।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক মো. আলাউদ্দিন (তদন্ত) সব আসামিকে সাত দিন করে রিমান্ড আবেদন করেন।

মামলার তদন্ত কর্মকর্তার পক্ষ থেকে জানানো হয়, ভুক্তভোগী শিশু অচেতন থাকায় জবানবন্দি নেওয়া যায়নি। উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে মামলার মূল অভিযুক্তের সাত দিন ও অন্য ৩ আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

নাম না প্রকাশের শর্তে মামলার তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, রিমান্ডের আবেদনসহ অন্যান্য কাগজপত্র তৈরি থাকলেও রোববার দিনে আসামিদের আদালতে হাজির করার ঝুঁকি নেওয়া যায়নি। দিনভর আন্দোলনকারীরা আদালতের ফটক ঘিরে রেখেছিল। আসামিদের তাঁদের হাতে তুলে দেওয়ার কথা বলছিল। এ কারণে মধ্যরাতে শুনানি করেছেন আদালত।

উল্লেখ্য,  শনিবার শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাগুরা সদর থানায় মামলা করেন। এতে শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে আসামি করা হয়েছে। তারা আগে থেকেই পুলিশের হেফাজতে ছিলেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বোনের স্বামী, শাশুড়ি ও ভাসুরকে শনিবার বিকেলে কারাগারে পাঠানো হয়। আর শুক্রবার কারাগারে পাঠানো হয় বোনের শ্বশুরকে। 

আরবি/এসবি

Link copied!