ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ১১:৩১ এএম

ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৩

ছবি: রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের ফুলপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ফুলপুর-শেরপুর সড়কের বাইটকান্দির চওড়া বাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।

ফুলপুর থানার ওসি আবদুল হাদি রূপালী বাংলাদেশকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, যাত্রীবাহী একটি সিএনজি শেরপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ফুলপুর-শেরপুর সড়কের বাইটকান্দির চওড়া বাড়ি নামক স্থানে যেতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির তিন যাত্রী নিহত হয়।

একই ঘটনায় আহত হয় আরও দুইজন। আহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ওসি আবদুল হাদি বলেন, ঘটনাস্থলে কাজ করছি। নিহতদের নাম পরিচয় পরে জানানো হবে।

আরবি/এসআর

Link copied!