দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে বাগেরহাটের সাধারণ শিক্ষার্থী ও জেলা ছাত্রদল।
সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে সাধারণ শিক্ষার্থী ও বাগেরহাট জেলা ছাত্রদলের আয়োজনে খানজাহান আলী ডিগ্রি কলেজের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা বলেন, আমরা প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, দ্রুত সময়ের মধ্যে ধর্ষকের বিচার করুন। না হলে মা-বোনেরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না। স্বাধীনভাবে চলাফেরা করা প্রত্যেক মানুষের নাগরিক অধিকার। আমাদের রাষ্ট্রকে এটি নিশ্চিত করতে হবে, যাতে আমাদের মা-বোনসহ সকল মানুষ নিরাপদ ও স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন।
এ সময় জেলা ছাত্রদল নেতা আল ইমরান বলেন, জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম ও জেলা ছাত্রদলের নেতা শেখ আল মামুন এর দিক নিদর্শনায় আজ এই মানববন্ধন কর্মসূচি। গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। আমাদের দাবি, যারা এই ঘৃণ্য অপরাধে জড়িত, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, দেশজুড়ে ধর্ষণ, খুন, ছিনতাইসহ নানা অপরাধের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। স্পষ্ট বলতে চাই, ধর্ষকদের বিরুদ্ধে রাষ্ট্রকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। আমরা ধর্ষণ, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই।
আপনার মতামত লিখুন :