"দুর্যোগ পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়-ক্ষতি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার বেতাগীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উপলক্ষে ফায়ার সার্ভিস কর্মীদের মহড়া প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১২টায় উপজেলা পরিষদ চত্বরে বেতাগী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুল লতিফ এর নেতৃত্বে, অগ্নিকান্ড ঘটনায় বিচলিত না হয়ে কিভাবে আগুন নেভানো যায় সে বিষয়ে প্রত্যক্ষ ও অগ্নিনির্বাপক মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ সময় বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজীর সভাপতিত্বে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।