কুমিল্লার মনোহরগঞ্জ থেকে পলাতক অস্ত্র মামলার আসামি কুখ্যাত নাছিরকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা। রোববার (৯ মার্চ) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। নাছিরের বাড়ি উপজেলার সরসপুর ইউপির ভাউপুর গ্রামে। ওই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে নাছির।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৯ মার্চ দিবাগত রাত প্রায় সাড়ে ৮টায় উপজেলার বিপুলাসার ইউপির সাইকচাইল গ্রামে মাদক বিক্রির জন্য যায় নাছির। সেই সময় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা তার গতিবিধি লক্ষ করে। একপর্যায়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১৬০টি ইয়াবা উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, আটককৃত নাছির চুরি, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। পাশের এলাকায় সেই আলোচিত গরু চুরির মুলহোতাও সে।
আইনের চোখ ফাঁকি দিয়ে এসব অপকর্মে জড়িত থাকায় বেশ কয়েকবার তাকে আটক করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী। অবশেষে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ায় জনসমাজে স্বস্তি ফিরেছে।
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র বলেন, তার বিরুদ্ধে ইতোপূর্বে মনোহরগঞ্জসহ বিভিন্ন জায়গায় একাধিক ডাকাতি, চুরি, মাদক ও অস্ত্র আইনে আরও ৮টি মামলা রয়েছে। এ ঘটনায় মনোহরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাকে কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর কথা।
আপনার মতামত লিখুন :