টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের বাড়ি দখল, ভাঙচুর ও চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করা মারইয়াম মুকাদ্দাস মিষ্টির (২৭) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম মাহবুব খান তার রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, সকালে মারইয়াম মুকাদ্দাস মিষ্টিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে টাঙ্গাইল সদর থানা পুলিশ। টাঙ্গাইলের আদালত পরিদর্শক লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মারইয়াম মুকাদ্দাস মিষ্টি বাসাইল উপজেলার জশিহাটী গ্রামের শাহ আলমাসের স্ত্রী। তবে তিনি টাঙ্গাইল শহরের পশ্চিম আকুরটাকুর পাড়ায় বাস করেন।
রোববার (৮ মার্চ) রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের স্ত্রী রওশন আরা খান বাদী হয়ে মারইয়াম মুকাদ্দাস মিষ্টির নাম উল্লেখসহ অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই রাতেই মিষ্টিকে গ্রেপ্তার করে পুলিশ।
আগের দিন সকালে ১৭ জন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে নিয়ে জোয়াহেরুল ইসলামের বাসার তালা ভেঙে সেখানে প্রবেশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করা মারইয়াম মুকাদ্দাস মিষ্টি। সেখানে তিনি মানসিক ভারসাম্যহীনদের জন্য আশ্রম বানানোর ঘোষণা দেন। এরপর বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।
বিষয়টি জানাজানি হলে জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। এতে নড়েচড়ে বসে প্রশাসন। রাত সাড়ে ১০টার দিকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বাড়িটি দখলমুক্ত করে। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরিফের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়। পরে মুচলেকা নিয়ে রাতেই মিষ্টিকে ছেড়ে দেওয়া হয়।
এদিকে, রোববার রাত ১১টার দিকে মানসিক ভারসাম্যহীন ১৭ জনকে ময়মনসিংহ ও গাজীপুরে সরকারি আশ্রমে পাঠানো হয়।
জোয়াহেরুল ইসলামের স্ত্রী রওশন আরা খান বলেন, আমাদের কাছে প্রথমে মিষ্টি ১০ কোটি টাকা চাঁদা চেয়েছিল। সেই টাকা না দেওয়ায় তারা বাড়ি দখল করে। আমি এ ঘটনায় থানায় মামলা দায়ের করি। বাড়িটি আমার নামে, আমার স্বামীর নামে নয়। আমি এ ঘটনায় সঠিক বিচার দাবি করছি।
সদর থানার ওসি তানবীর আহমেদ জানান, সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের স্ত্রী রওশন আরা বাড়ি দখল ও চাঁদাবাজির অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালিয়ে মারইয়াম মুকাদ্দাস মিষ্টিকে গ্রেপ্তার করি। পরে আজ সকালে আদালতে পাঠানো হলে পুলিশ উচ্চতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চায়। পরে আদালত মিষ্টির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আপনার মতামত লিখুন :