কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানি: যুবক গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ০৭:৪১ পিএম

কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানি: যুবক গ্রেপ্তার

ছবি: রূপালী বাংলাদেশ

কক্সবাজারে একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত মার্কিন এক নারীকে শ্লীলতাহানি দায়ে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) সকাল ১০টার দিকে কক্সবাজার শহরের শহীদ সরণীস্থ কেন্দ্রিয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন।

এ ঘটনায় গ্রেপ্তার তারেকুর রহমান প্রকাশ সোইল্যা তারেক (৩০) কক্সবাজার শহরের মোহাজের পাড়া মোহাম্মদ ফরিদের ছেলে।

ভূক্তভোগী নারী মার্কিন নাগরিক। তিনি স্বামীর সঙ্গে কক্সবাজার থাকেন। তার স্বামী আন্তর্জাতিক সংস্থা- ইউএন ওমেন এর কর্মকর্তা হিসেবে কক্সবাজারে কর্মরত।

এসপি সাইফউদ্দীন শাহীন বলেন, স্বামীর সঙ্গে কক্সবাজারে অবস্থানকারি মার্কিন ওই নারী ও তার অন্য এক সহকর্মীকে সাথে নিয়ে সোমবার সকাল দশটার দিকে শহরের ফুটপাত ধরে হেঁটে যাওয়ার সময় ওই যুবক পথ গতিরোধ করে ঝাপটে ধরেন। একই সঙ্গে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর অংশে হাত দিয়ে শ্লীলতাহানি করেন।

এসপি বলেন, ঘটনার পরপরই ভূক্তভোগী ওই নারী বিষয়টি থানায় অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযুক্ত যুবককে চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান শুরু করে। পরে বিকেল চারটার দিকে শহরের ঝাউতলা এলাকা থেকে অভিযুক্ত তারেককে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা; তা জানতে পুলিশ গ্রেপ্তার যুবককে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে জানান, জেলা পুলিশ সুপার।

সাইফউদ্দীন শাহীন জানান, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।

এর আগে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,  অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী,  কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহাবুব রহমান, কামাল হোসেন আজাদ, শামশুল হক শারেক প্রমূখ।

এদিকে গ্রেপ্তার যুবক তারেকের বিরুদ্ধে ২০২২ সালের ১৩ নভেম্বর কক্সবাজার শহরের মোহাজের পাড়ায় পাঁচ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রতিবেশিরা। ওই দিন পুলিশ তাকে গ্রেপ্তার করলেও পরে ওই মামলায় জামিনে বের হয় তারেক।

আরবি/জেডি

Link copied!