ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলাকে কেন্দ্রে করে সংঘর্ষ, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ০৭:৫৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলাকে কেন্দ্রে করে সংঘর্ষ, আহত ১০

ছবিঃ সংগৃহিত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এবার ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। সোমবার (১০ মার্চ) চাপড়তলা গ্রামের মোল্লা গোষ্ঠী ও ফকির গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানায়, শনিবার (৮ মার্চ) চাপড়তলা গ্রামে ফুটবল খেলা নিয়ে ফকির গোষ্ঠীর বাবুর সঙ্গে একই গ্রামের মোল্লাবাড়ি গোষ্ঠীর আকাশের ঝগড়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রবিবার (৯ মার্চ) সংঘর্ষে জড়ায় ফকির গোষ্ঠী ও মোল্লাবাড়ি গোষ্ঠীর লোকজন। পরে সোমবার (১০ মার্চ) বিকেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফের সংঘর্ষে লিপ্ত হয় দুই গোষ্ঠীর লোকজন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।

এ ঘটনায় নাসিরনগর থানার ওসি মো. খায়রুল আলম জানান, ফুটবল খেলা নিয়ে চাপড়তলা গ্রামের মোল্লা গোষ্ঠী ও ফকির গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষ সংঘটিত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরবি/জেডি

Link copied!