ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলাকে কেন্দ্রে করে সংঘর্ষ, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ০৭:৫৮ পিএম
ছবিঃ সংগৃহিত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এবার ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। সোমবার (১০ মার্চ) চাপড়তলা গ্রামের মোল্লা গোষ্ঠী ও ফকির গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানায়, শনিবার (৮ মার্চ) চাপড়তলা গ্রামে ফুটবল খেলা নিয়ে ফকির গোষ্ঠীর বাবুর সঙ্গে একই গ্রামের মোল্লাবাড়ি গোষ্ঠীর আকাশের ঝগড়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রবিবার (৯ মার্চ) সংঘর্ষে জড়ায় ফকির গোষ্ঠী ও মোল্লাবাড়ি গোষ্ঠীর লোকজন। পরে সোমবার (১০ মার্চ) বিকেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফের সংঘর্ষে লিপ্ত হয় দুই গোষ্ঠীর লোকজন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।

এ ঘটনায় নাসিরনগর থানার ওসি মো. খায়রুল আলম জানান, ফুটবল খেলা নিয়ে চাপড়তলা গ্রামের মোল্লা গোষ্ঠী ও ফকির গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষ সংঘটিত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।