জামালপুরে ধর্ষণ মামলায় আসামির পক্ষে জামিন আবেদনকে কেন্দ্র করে আইনজীবীদের সাথে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ হামলায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। সোমবার দুপুরে জামালপুর আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, আইনজীবী খলিলুর রহমান ও আইনজীবী বারের সহ-সভাপতি আব্দুল আওয়াল, শাহজাহান আলী, অ্যাডভোকেট ফারুক প্রমুখ। এ সময় বৈষম্যবিরোধী ছাত্রদেরও বেশ কয়েকজন আহত হন। আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহত ২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, সম্প্রতি ইসলামপুর ও দেওয়ানগঞ্জে দুটি ধর্ষণের ঘটনার অভিযুক্তদের বিচারের দাবিতে শহরের দয়াময়ী চত্বরে মানববন্ধন করে ছাত্র-জনতা। মানববন্ধন শেষে ওই ধর্ষণ মামলা দুটির আসামির পক্ষের আইনজীবীদের সাথে কথা বলতে যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় অভিযুক্ত এক আসামির বয়স কম দেখানোর বিষয়ে আইনজীবীদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীর বাগবিতণ্ডা হয়। পরে তাদের মধ্যে তুমুল উত্তেজনা ও ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আবিদ সৌরভ বলেন, আইনজীবীরা ভুল তথ্য দিয়ে ধর্ষণ মামলার আসামিকে জামিন করিয়েছে। সাধারণ ছাত্র জনতারা এর প্রতিবাদ করলে শিক্ষার্থীদের মারধর করে আইনজীবীরা।
তিনি আরও বলেন, একটি নৃশংস ধর্ষণ মামলায় আসামির পক্ষে শুনানি করা মানে ভিকটিমের প্রতি অবিচার করা। আমরা এর প্রতিবাদ করতেই আদালতে এসেছিলাম।
আইনজীবীরা দাবি করেন, আদালতে সবার ন্যায়বিচার চাওয়ার অধিকার রয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামিন চাওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনা ন্যক্কারজনক।
এ বিষয়ে জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন তারা।
আপনার মতামত লিখুন :