নরসিংদীর মনোহরদীতে ওজনে কম দেয়ার অভিযোগে আনোয়ার এন্ড ব্রাদার্স সিএনজি এলপিজি ফিলিং স্টেশনকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে।
সোমবার মনোহরদী পৌর শহরের আনোয়ার এন্ড ব্রাদার্স সিএনজি এলপিজি ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালত মাপে কম দেয়ার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করে।
সহকারী কমিশনার (ভূমি) মনোহরদী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া এ আদালত পরিচালনা করেন। এ সময় বিএসটিআইয়ের ফিল্ড অফিসার এ এসএম হাসিবুল হাসানসহ সংশ্লিষ্টরা সেখানে উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি), মনোহরদী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আনোয়ার এন্ড ব্রাদার্স সিএনজি এলপিজি ফিলিং স্টেশনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেয়া হয়েছে।