বগুড়ায় একাধিক মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ০৯:২৬ পিএম

বগুড়ায় একাধিক মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক এমপি জিএম সিরাজের গাড়িবহরে ককটেল হামলা, বিএনপির কার্যালয় ভাংচুরসহ একাধিক মামলায় আব্দুল আলিম (৪৩) নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। আব্দুল আলিম উপজেলার গোসাইবাড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও গোসাইবাড়ি ইউনিয়ন যুবলীগের সদস্য। এর আগে রোববার রাত অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর এ উপজেলায় বিএনপির নেতাকর্মীরা বাদি হয়ে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় পৃথক ৫টি মামলা দায়ের করেন। এই ৫টি মামলায় কমপক্ষে ৩০০জন অজ্ঞাত আসামি রয়েছে। এরমধ্যে ৩টি মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আব্দুল আলিমকে গ্রেপ্তার করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম এসব তথ্য নিশ্চিত করে বলেন, এ সব মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান আছে।

আরবি/আবু

Link copied!