পবিত্র মাহে রমজান ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দিনাজপুর কালচারাল একাডেমির আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় ‘মাহে রমজান: আমাদের সংস্কৃতি" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর কালচারাল একাডেমির প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মো. আনিসুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা সিরাজুস সালেহীন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অধ্যাপক ড. আ. ফ. ম আকমাল হোসাইন। দিনাজপুর কালচারাল একাডেমির সভাপতি কবি দেলওয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর সংস্কৃতি কেন্দ্রের সভাপতি ও আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যাপক সাদাকাত আলী খান, দিনাজপুর কোতয়ালী থানার ওসি মো. মতিউর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ মুনাজাত পরিচালনা করেন রাহবার সাহিত্য সাংস্কৃতিক সংসদের (রাসাস) প্রতিষ্ঠাতা পরিচালক আবুল কালাম আজাদ। দিনাজপুর কালচারাল একাডেমির সাধারণ সম্পাদক মু. কামারুজ্জামানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, রাসাস চেয়ারম্যান মুশফিকুর রহমান, বিশিষ্ট কলামিষ্ট, গবেষক ও সাংবাদিক আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর কালচারাল একাডেমির সহ-সভাপতি কামরুল হাসান রাসেল, মু. মাহফুজুর রহমান।
এছাড়াও সাংস্কৃতিক সংগঠক শাহজাহান সরকার বাবু, শিল্পী হায়দার আলী, রাসাস পরিচালক মো. তরিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক শাহাদৎ হোসেন শাহ, এনটিভির স্টাফ রিপোর্টার ফারুক হোসেন, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি এমদাদুল হক মিলন, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আনিসুল হক জুয়েল, প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি রাজিউর রহমান রাজু, সাংবাদিক এম. আর মিজান, ফটোসাংবাদিক নুর ইসলাম, ইউসুফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :