ঢাকা মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

৪ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ০৯:৩৪ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার পোলতাডাঙ্গা গ্রামে ৪ বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করেছে শিশুটির পরিবার। ঘটনার ১১ দিন পর আজ সোমবার সকালে ভিকটিমের মা হরিনাকুন্ডু থানায় এসে একটি মামলা দায়ের করেছেন। পরে বিকালে মামলার একমাত্র আসামী ধর্ষক ইমরানকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিমের সদস্যরা। 

হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ রউফ খান জানান জানান, গত ২৭ ফেব্রুয়ারি পোলতাডাঙ্গা গ্রামের রেজাউল খন্দকারের ছেলে রাজ মিস্ত্রি ইমরান হাসান চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের ভুট্টো ক্ষেতে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। ঘটনার পর শিশুটির পরিবার লোক লজ্জার ভয়ে দীর্ঘ সময় বিষয়টি আড়াল করে রাখেন এবং নিজেদের মধ্যে মিমাংসার চেষ্টা করেন। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশের সহযোগিতায় আজ তারা থানায় মামলা দায়ের করেছেন।

তিনি আরো বলেন, শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসি) পাঠানো হয়েছে। মামলার পরপরই পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিমের সদস্যরা অভিযান চালিয়ে ধর্ষক ইমরানকে  চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে।