গোপালগঞ্জের কোটালীপাড়ায় দিনে দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ি মালিকের একমাত্র সন্তানকে হত্যা করে নগদ অর্থ ও স্বর্নালংকার লুট করে নিয়ে গেছে।
আজ মঙ্গলবার সাকাল ৯ টা থেকে ১২ টার মধ্যে যে কোন সময়ে কোটালীপাড়ার লাকিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। বাড়ির মালিক পল মজুমদার খোকন ও তার স্ত্রী এ সময় বাড়িতে ছিলেন না। একমাত্র ছেলে পিয়াস মজুমদার (২২) বাড়িতে ছিলেন।
জানা গেছে, পিয়াসের মা চাকরি করেন এবং বাবা গ্রাম্য চিকিৎসক হিসাবে কাজ করার কারণে কেউই বাড়িতে ছিলেন না। দুপুর সাড়ে ১২টার দিকে পিয়াসের বাবা বাড়িতে এসে ছেলেকে ডেকে না পেয়ে দরজা খুলে দেখেন বাড়ির সমস্ত মালামাল এলোমেলো করে ছড়িয়ে ছিটিয়ে রাখা। পরে ছেলেকে খুঁজে না পেয়ে দেখেন কাথা কম্বল দিয়ে হাত বাঁধা অবস্থায় ফেলে রাখা হয়েছে। পরে তাকে কোটালীপাড়া হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পিয়াসকে মৃত ঘোষণা করেন।
কোটালীপাড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) আবুল কালাম আজাদ এটিকে চুরির ঘটনা উল্লেখ করে জানান, বাঁধা পেয়ে হয়তো তারা ছেলেটিকে হত্যা করেছে।