ঢাকা বুধবার, ১২ মার্চ, ২০২৫

সোনারগাঁয়ে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ০৩:৫৮ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের মামলায় হাবিবুর রহমান হাবু (৪২) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গ্রেপ্তারকৃত আসামি হাবিবুর রহমান হাবু (৪২) উপজেলার জামপুর ইউনিয়নের রাউৎগাও গ্রামের আতশ আলীর ছেলে।  

মঙ্গলবার সকালে র‍্যাব-১১ এর স্কোয়াড্রন লীডার কোম্পানির কমান্ডার মো: ইশতিয়াক হোসাইনের সাক্ষরিত একটি প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। 

জানা যায়, গত ২২ ফেব্রুয়ারী প্রতিবন্ধী তরুণী নিজের এলাকা থেকে অন্য এলাকায় (রাউৎগাও) যাওয়ার পথে যাবার পথে হাবিবুর রহমান হাবু তরুণীকে ডেকে নিয়ে নিজ ঘরে দরজা বন্ধ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। ধর্ষণের বিষয়টি কাউকে কিছু না বলে, সে জন্য তাকে প্রাণে মেরে ফেলবে হুমকি দেয় ধর্ষক। পরবর্তীতে ভুক্তভোগী তরুণীর মা রুমি আক্তার সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন৷  

এঘটনায় মামলা হওয়ার পর র‍্যাব-১১ এর একটি আভিযানিক দল গোয়েন্দা সুত্রে খবর পেয়ে ঝিনাইদহের সদর উপজেলার গোয়ালপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।