ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচরে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও পর্নোগ্রাফির মামলার ৪ নং আসামি মো. শরীফকে গ্রেপ্তার করেছে র্যাব-৮।
মঙ্গলবার (১১ মার্চ) ভোর ৪টায় ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি র্যাব-৮ ভোলা ক্যাম্প এর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত মো. শরীফ চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নুরে আলমের ছেলে।
র্যাব-৮ জানায়, ২০২৪ সালের ৬ মার্চ ১৯ বছর বয়সী এক তরুণীকে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ঢালচর ইউনিয়নের ভদ্রপাড়া ৭ নং ওয়ার্ডে আজাহার মাস্টার বাড়ির উত্তর পাশে মেঘনা নদীর তীরে মো. নিবিড়, মো. আক্তার, ইসমাইল, মো. শরীফ ও মো. মনির হোসেন জোরপূর্বক সংঘবদ্ধ ধর্ষণ করে। এ সময় মো. শরীফ তার ফোনে সংঘবদ্ধ ধর্ষণের ভিডিও ধারন করে। ভিডিওটি এক বছর পর শরীফের নিজের ফেসবুকে পোস্ট করলে মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে ওই তরুণী বাদী হয়ে ৫ জনকে আসামি করে ২৫ ফেব্ররুয়ারি দক্ষিণ আইচা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার বাকি আসামি নিবিড় ঢালচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মো. লোকমান হোসেন ছেলে, মো. আক্তার ৯ নং ওয়ার্ডের মো. আলাউদ্দিনের ছেলে, ইসমাইল ওই ওয়ার্ডের সোলায়মানের ছেলে ও মো. মনির ১ নং ওয়ার্ডের গনি মাঝির ছেলে।
দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভুঁইয়া জানান, মামলার ৪ নং আসামিকে র্যাব-৮ থানায় হস্তান্তর করেছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।বস্থা গ্রহণের জন্য তাকে স্থানীয় থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।