নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাউদ নামে এক সিএনজি চালককে হত্যার ঘটনায় ৪ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক হুমায়রা তাসমিন এ রায় ঘোষণা করেন। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
সাজাপ্রাপ্তরা হলেন- নেত্রকোনার উত্তর বিশিউড়া এলাকার সারোজ আলীর দুই ছেলে লতিফ ও রতন, নওয়াব আলীর ছেলে আউয়াল ও বরিশালের বাবুগঞ্জ এলাকার শহীদুল আলম।
তাদের মধ্যে শহীদুল আলম ছাড়া বাকি তিনজন পলাতক।
আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান জানান, ২০০৫ সালের ২৮ জুলাই ঢাকার মিরপুর থেকে যাত্রীবেশে সিএনজি ভাড়া করে। কৌশলে চালক দাউদকে চেনতানাশক ওষুধ মিশিয়ে জুস খাইয়ে সিএনজি নিয়ে পালিয়ে যায়।
পরদিন রূপগঞ্জে দাউদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :