ঢাকা বুধবার, ১২ মার্চ, ২০২৫

চার মামলার আসামি ছাত্রদল নেতা তন্ময় গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ০৫:৪১ পিএম
গ্রেপ্তার ছাত্রদল নেতা তন্ময়

চাঁদপুর সদর মডেল থানার ৪ মামলার আসামি ও চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক তম্ময় দত্তকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদক মামলাও রয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মজিবুর রহমান।

এর আগে, সোমবার রাতে শহরের পুরান বাজার লোহার পুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, চাঁদপুর পৌরসভা পুরানবাজার লোহারপুল রয়েজ রোড ঘোষপাড়ার বাসিন্দা তন্ময় দত্ত। তিনি লোহারপুল আদি মিষ্টান্ন ভান্ডারের মালিক শংকর দত্তের ছেলে। তন্ময় চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।

ডিবি পুলিশের ওসি মো. মজিবুর রহমান বলেন, আসামি তন্ময়ের বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকসহ অন্যান্য অপরাধে চারটি মামলা রয়েছে এবং তিনি চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।